
আমেরিকা
প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিনগোলার্ধের’ উদ্যোগে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার গৌরীপুর পৌর শহরের কালীখলা,
সতিষা খালপাড় ও সদর
ইউনিয়নের শতাধিক অসহায়, দুঃস্থ
ও দরিদ্র মানুষজনের মাঝে
শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার
দেয়া হয়।
গৌরীপুর পৌর শহরে অবস্থিত দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশের কার্যালয়ে এ উপলক্ষে আনুষ্ঠানিকার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ভুটিয়ারকোনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম
মোহাম্মদ। প্রধান অতিথি বলেন,
মাঘের হাঁড় কাঁপানো শীতে
আমেরিকান প্রবাসীদের সংগঠন ভিনগোলার্ধ শীতবস্ত্র
বিতরণ প্রশংসনীয় উদ্যোগ। প্রবাসীরা
বিদেশে অবস্থান করেও দেশের মানুষের
কথা চিন্তা করে, এই
সংগঠনটি তারই উদাহরণ। আশা
করবো সংগঠনটি দেশ ও জনগণের
কল্যাণে নিয়োজিত থাকবে।
অনুষ্ঠানে আরও ইসলামাবাদ ফাযিল
মাদ্রাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, নিজাম উদ্দিন
আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারি শিক্ষক সুজন দাস,
আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুকুল ইসলাম,
স্বেচ্ছাসেবি তানজিদ হাসান সৌরভ,
সুজন মিয়া, শাফি, তাসাদ্দুল
করিম, কাউসার আহমেদ প্রমুখ।
ভিনগোলার্ধের গৌরীপুর উপজেলার সমন্বয়ক মো. হারুন মিয়া জানান, ভিনগোলার্ধের
লক্ষ্য হচ্ছে সমাজের দুঃস্থ,
অসহায় ও দরিদ্র্য জনগোষ্ঠীর
পাশে দাঁড়ানো। মানুষকে
বইমুখী করা ও পরিবেশকে
সমুন্নত রাখতে বৃক্ষরোপণে উৎসাহিত
করা।