মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

গফরগাঁওয়ে গণিত উৎসব অনুষ্ঠিত

প্রকাশ:

শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২৫ || ০৭:২৮

167

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

গফরগাঁওয়ে গণিত উৎসব অনুষ্ঠিত

ছবিঃ মুক্তদিন
ময়মনসিংহের গফরগাঁওয়ে `গণিত শেখো, স্বপ্ন দেখোএই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আঞ্চলিক গণিত উৎসব। আজ শুক্রবার সকালে গফরগাঁওয়ের হাতিখলা উচ্চ বিদ্যালয়ে  এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়তা এ গণিত উৎসবের আয়োজন করা হয়। এতে  ৫০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহন করে।

গফরগাঁও আঞ্চলিক গণিত উৎসবে প্রাথমিক, জুনিয়র, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা গণিতের জটিল প্রশ্নের সমাধান করে চূড়ান্ত পর্বে ১০ জন প্রতিযোগি নির্বাচিত হন। নির্বাচিত এ ১০ শিক্ষার্থী জাতীয় গণিত উৎসব ২০২৫- অংশগ্রহণ করবেন। জাতীয় উৎসব আগামী ফেব্রুয়ারি ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে।

গফরগাঁও গণিত উৎসবে অতিথিরা । ছবিঃ মুক্তদিন

গফরগাঁও গণিত উৎসবের আয়োজক হাতিখলা উচ্চ বিদ্যালয় ম্যাথ ক্লাবের সদস্যরা জানান, গফরগাঁও উপজেলার শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং তাদের মেধার বিকাশে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই উৎসব তাদের গণিতের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে এবং জাতীয় গণিত উৎসবে প্রতিযোগিতার জন্য আরও উৎসাহিত করেছে।

-----Ad1----