
প্রকাশ:
রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৫ || ০২:৫০
দেখা হয়েছে 92
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
হোম /
খবর
ছবি : সংগ্রহীত
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে গাঁজা ব্যাবসায়ী আটক
প্রকাশ:
রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৫ || ০২:৫০
92
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চার কেজি গাঁজাসহ আবিদ (২৪) নামের এক গাজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আবিদ ময়মনসিংহ নগরীর পাটগুদাম মোড় এলাকার আব্দুস সোবহানের ছেলে।
জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম হাসানের নেতৃত্বে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর এলাকায় অভিযান চালায় যৌথবাহিনি। অভিযানে মোটরসাইকেল আরোহী আবিদকে চার কেজি গাঁজাসহ আটক করা হয়।
পরে রাতেই তাকে গাঁজাসহ গৌরীপুর থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।