রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / সারাদেশ

গফরগাঁওয়ে ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন

প্রকাশ:

সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৫ || ০২:৪৮

237

মুক্তদিন ডেস্ক

গফরগাঁওয়ে ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে  কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন

ছবিঃ মুক্তদিন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা মানববন্ধন করেছেন। আজ সোমবার সকালে গফরগাঁও উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় উপজেলার বিভিন্ন দপ্তরের শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী।


প্রতিবাদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়  আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ইউএনও রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে
 ষড়যন্ত্রমূলক অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত হেনস্তার বিরুদ্ধে তারা একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন। এসময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বক্তব্য দেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারারিরা।

বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের সুশৃঙ্খল কার্যক্রমকে ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে ইউএনওর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করার চেষ্টা চলছে, যা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রেরই অংশ। এই ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ না হলে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, ইউএনওর  বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় প্রশাসনের কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ মানববন্ধনে গফরগাঁওয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি জানিয়েছে। এই দ্বন্দ্বের কারণে গফরগাঁওয়ের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন নাগরিক সমাজের লোকজন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী ব্যবস্থা নিবেন।

সম্প্রতি গফরগাঁওয়ের ইউএনওর বিরুদ্ধে নানা মিথ্যা তথ্য সামাজিক যোগামাধ্যমে প্রচার করছে আসছে একটি পক্ষ। এর প্রতিবাদে আজকের এ মানবনন্ধন অনুষ্ঠিত হয়।

-----Ad1----