
প্রকাশ:
শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫ || ০৮:০৯
দেখা হয়েছে 115
কেন্দুয়া প্রতিনিধি
হোম /
সারাদেশ
ছবি :মুক্তদিন
কেন্দুয়ায় ভ্রাম্যমাণ বইমেলা
প্রকাশ:
শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫ || ০৮:০৯
115
কেন্দুয়া প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় হচ্ছে এ বইমেলা।
মেলায় রয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি গাড়ি। ওই গাড়িতে রয়েছে প্রায় ১০ হাজার বই। এসব বই ২৫ থেকে ৩৫ শতাংশ ছাড়ে বিক্রি করা হবে। দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আগামী ২৫ ফেব্রুয়ারি চলবে এ বইমেলা।
আয়োজকেরা জানান,বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সংস্কৃতিচর্চার অভ্যাস গড়ে তোলাসহ সত্যিকারের আলোকিত মানুষ গড়ার পথ সুগম করতেই এ আয়োজন।
মেলার সংগঠক আবু নাঈম জানান, এ বইমেলা সবার জন্য উন্মুক্ত এবং সুলভ মূল্যে মানসম্মত বই পাঠকদের কাছে পৌঁছে দেওয়া এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।