সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

অমর একুশে বইমেলা

বেরিয়েছে কাজী নাসির মামুনের ‘রাষ্ট্রনৈতিক সনেটগুচ্ছ’

প্রকাশ:

রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২৫ || ০৪:৫১

87

মুক্তদিন ডেস্ক

বেরিয়েছে কাজী নাসির মামুনের ‘রাষ্ট্রনৈতিক সনেটগুচ্ছ’

ছবিঃ মুক্তদিন

অমর একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে  কবি কাজী নাসির মামুনের কাব্যগ্রন্থ ‘রাষ্ট্রনৈতিক সনেটগুচ্ছ। বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। রাষ্ট্রনৈতিক সনেটগুচ্ছে মোট ২৪ টি সনেট রয়েছে। ৩২ পৃষ্ঠার এ বইয়ের মূল্য ১৪০ টাকা।

কবি কাজী নাসির মামুন জানান, রাষ্ট্রনৈতিক সনেটগুচ্ছ বইটি উৎসর্গ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সামিদ হোসেনকে।


কবি কাজী নাসির মামুনের রাষ্ট্রনৈতিক সনেটগুচ্ছ নিয়ে কবি শুভ্র সরকার লিখেছেন, বাংলাদেশের কবিতা অভিন্ন ভাষায় রচিত হয়েও স্বাভাবিক কারণে স্বতন্ত্র এবং সেই স্বাতন্ত্র্য যে ভাববেগে বা মুদ্রাদোষে নয়, "রাষ্ট্রনৈতিক সনেটগুচ্ছ" আশা করি তার প্রামাণ দিবে। এর ভাষা ও স্বরায়ণে স্পন্দিত অনেক অনেক মানুষের নিঃশ্বাস।




-----Ad1----