
প্রকাশ:
রবিবার, মার্চ ২, ২০২৫ || ০১:৩০
দেখা হয়েছে 94
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
সারাদেশ
ছবি :মুক্তদিন
ঈশ্বরগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
প্রকাশ:
রবিবার, মার্চ ২, ২০২৫ || ০১:৩০
94
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস যৌথ ভাবে শোভাযাত্রা আলোচনা সভার আয়োজন করে।
শোভাযাত্রাটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার রনি আহমেদ এ সভায় সভাপতিত্বে করেন। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ শেঠ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন , ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম। এছাড়াও বক্তব্য দেন , সাংবাদিক, উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা।