
প্রকাশ:
শনিবার, মার্চ ৮, ২০২৫ || ০৪:৩৭
দেখা হয়েছে 156
মুক্তদিন প্রতিবেদনঃ
হোম /
খবর
ছবি : সংগ্রহীত

ময়মনসিংহে ইংরেজি শিক্ষা
রমজানে ভর্তি হলে সব কোর্সে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে জন আমোস সেন্টার
প্রকাশ:
শনিবার, মার্চ ৮, ২০২৫ || ০৪:৩৭
156
মুক্তদিন প্রতিবেদনঃ

ময়মনসিংহের ইংরেজি শিক্ষার অনন্য প্রতিষ্ঠান জন আমোস সেন্টার। রমজান মাসে এ প্রতিষ্ঠান ভর্তিচ্ছুদের জন্য দিয়েছে বিশেষ ছাড়। ভর্তি হলেই পাওয়া যাবে ভর্তি ফী'র ৫০ শতাংশ ছাড়। এ সুযোগ থাকবে ২০ রমজান পর্যন্ত।
জন আমোস সেন্টারের কোর্স সমন্বয়কারী মোহাম্মদ আবদুল কাইয়ুম জানান, ২০ রমজানের মধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ঈদের পর। তবে কেউ চাইলে ঈদের আগেই নিয়মিত ব্যাচে ক্লাস করতে পারবেন।
৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ দেওয়া কোর্সগুলো হচ্ছে : কিডস ইংলিশ, জুনিয়র ইংলিশ, স্পোকেন ইংলিশ ও আইইএলটিএস (IELTS)।
ময়মনসিংহ নগরের ১৯/ ডি সাহেব আলী রোডে জন আমোস সেন্টার অবস্থিত। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু হয় এ প্রতিষ্ঠানের। অল্প সময়ের মধ্যে জন আমোস সেন্টার শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা আর্জন করেছে।
ব্রিটিশ কাউন্সিলের পার্টনার প্রতিষ্ঠান হিসেবে জন আমোস সেন্টারে আইইএলটিএসের রেজিষ্ট্রেশন করা যায়।
জন আমোস সেন্টারের শ্রেণি-কক্ষগুলো অত্যাধুনিক ভাবে সাজানো হয়েছে। প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিক প্রযুক্তিনির্ভর।
কিডস ও জুনিয়র কোর্সের শিক্ষার্থীদের জন্য প্রাকৃতিক পরিবেশে আউটডোর ক্লাসের ব্যবস্থা থাকে।
জন আমোস সেন্টার প্রতি বছর রমজানে বিনামূল্যে কোরআন শিক্ষার আয়োজন করে থাকে।