রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ

নিজেদের সুরক্ষায় কারাতে প্রশিক্ষণ নিচ্ছে মেয়েরা

প্রকাশ:

রবিবার, মার্চ ১৬, ২০২৫ || ১২:০৬

148

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক

নিজেদের সুরক্ষায় কারাতে প্রশিক্ষণ নিচ্ছে মেয়েরা

ছবি :মুক্তদিন
প্রতিকূল পরিস্থিতিতে নিজের সুরক্ষায় কারাতের খুঁটিনাটি প্রশিক্ষণ নিচ্ছেন মেয়েরা। ইভ টিজিং ও যৌন হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাঁরা এই কৌশল শিখছেন। 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম কার্যালয়ের সহযোগীতায় সংস্থার ঘাসফুল শিশু ফোরাম ও যুব ফোরামের নারী সদস্যরা এ প্রশিক্ষণ গ্রহণ করছে। টানা দুইমাস প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সুরাক্ষার কলাকৌশল শিখানো হবে মেয়েদেরকে। প্রশিক্ষণ প্রদানের জন্য কারাতে ব্ল্যাকবেল্টধারী একজনকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনে নান্দাইল শহরের সমুর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের মাঠে কারাতে প্রশিক্ষণ চলছে। এতে স্কুল-কলেজের ৩৩ জন ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুকদের পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।


কারাতে প্রশিক্ষক মো. আশরাফুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে প্রথম প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছিল মেয়েদের জড়তা। প্রাথমিক ধারণা দেওয়ার পর মেয়েরা বুঝতে পারছে এটি আসলে আত্মরক্ষার গুরুত্বপূর্ণ একটি কৌশল। যা কেবল প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করা সম্ভব।

খোঁজ নিয়ে জানা যায়, ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এরিয়া কার্যালয় নারীর প্রতি সংহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে কাজ করছে। এ কাজে যুক্ত রয়েছে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীদের কাজের সুবিধার্থে সংস্থটি গঠন করেছে ঘাসফুল শিশু ফোরাম ও যুব ফোরাম। এসব ফোরামের স্কুল ভিত্তিক শাখাও রয়েছে।

ওয়ার্ল্ড ভিশন স্থানীয় কার্যালয়ের ব্যবস্থাপক সাগর জন কস্তা জানান, কারাতে প্রশিক্ষণটি শুধুমাত্র আত্মরক্ষার কৌশল শেখায় না, এটি মেয়েদেরকে আত্মবিশ্বাসী করে তোলে। আমাদের এ সংস্থা মেয়েদের সচেতন করে তুলতে সহায়তা করছে।

প্রশিক্ষণস্থলে খোঁজ নিয়ে দেখা যায়, প্রশিক্ষক আশরাফুল ইসলাম মুখে জাপানি ভাষায় নানা ধরনের শব্দ উচ্চারণ করছেন। শিক্ষার্থীরা নিজেরা শব্দগুচ্ছ উচ্চারণ করে নানা কৌশলে হাত-পা ছুঁড়ছেন। প্রত্যেকটি শব্দের একেকটা অর্থ ও কৌশল রয়েছে। যা দিয়ে নিমিষেই প্রতিপক্ষকে ধরাশায়ী করা যায়। শারীরিক সামর্থ্য (ফিটনেস) অনুযায়ী শিক্ষার্থীদের ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপাতত দুইমাসের প্রশিক্ষণ দিয়ে আত্মরক্ষার কিছু কলাকৌশল শেখানো হবে।  

প্রশিক্ষক আরও বলেন, কারাতে হচ্ছে খালি হাতে এক ধরনের ক্রীড়া কৌশল। সুস্থ শরীর, সুন্দর জীবনের জন্য কারাতে প্রশিক্ষণ।  বর্তমান সময়ে ইভটিজিং ও যৌন নির্যাতনের বিরুদ্ধে কারাতে প্রশিক্ষণ হয়ে উঠতে পারে মেয়েদের জন্য আত্মরক্ষার একটি কৌশল। তাছাড়া এ ধরনের প্রশিক্ষণ থাকলে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর চাকরিতেও আলাদা সুবিধা পাওয়া যেতে পারে।

প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন ছাত্রী জানান, সপ্তাহদুয়েক প্রশিক্ষণ গ্রহণের পর নিজেকে বেশ আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে। বিপদের সম্মুখীন হলে প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার কৌশলগুলো রপ্ত করার চেষ্টা করছি। প্রশিক্ষক আন্তরিকভাবে আমাদের শেখানোর চেষ্টা করছেন
-----Ad1----