বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ

”সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ”

প্রকাশ:

বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ || ১২:১৯

38

মুক্তদিন প্রতিবেদনঃ

”সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ”

ছবিঃ সংগ্রহীত
বাড়ির দেয়ালে লাল রঙে লেখা ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’।এ ঘটনাকে হত্যার হুমকি মনে করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম শিহাব।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বাড়ির দেয়ালে এ লেখাটি চোখে পড়ে। ধারণা করা হচ্ছে সোমবার রাতের যেকোন সময়ে এটি লেখা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় জিডি করেছেন মোহাইমিনুল ইসলাম শিহাব।

এ ব্যপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

মোহাইমিনুল ইসলাম শিহাবের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আান্দোলনের সময় ঈশ্বরগঞ্জ উপজেলার সমন্বয়কের ভূমিকা পালন করেন। তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার তিনি ফেসবুকের একটি গ্রুপে পোষ্ট করে নিজের উপর হুমকির বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপর থেকেই বিষয়টি আলোচনার সৃষ্টি করেন।

ফেসবুকে শিহাব লিখেন, ঠিক আছে আমি মরার জন্য প্রস্তুত।আমাকে দমায় রাখতে পারবেন না।  দেশ ও দেশের মানুষের জন্য জীবন দিতে আমি প্রস্তুতি।