মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

পিলখানা হত্যাকাণ্ড

মুক্তি পেয়েছেন ১২৬ বিডিআর সদস্য

প্রকাশ:

বৃহস্পতিবার, জানুয়ারী ২৩, ২০২৫ || ০১:২১

155

মুক্তদিন ডেস্ক

মুক্তি পেয়েছেন ১২৬ বিডিআর সদস্য

ছবিঃ সংগ্রহীত

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ঘটনায় দায়ের হওয়া বিষ্ফোরক মামলার আসামি ১২৬ জন তৎকালীন বিডিআর জওয়ান জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে তারা জামিনে মুক্ত হন।

গণমধ্যমে প্রকাশিত খবর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে ১২৬ জন জওয়ানের জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। পরে আদেশ যাচাই বাছাই শেষে বেলা বারোটার মধ্যে ১২৬জনকে মুক্তি দেওয়া হয়।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ২৪ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৮৯ জন এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১৩জনকে মুক্তি দেওয়া হয়েছে।

ঢাকার বিশেষ ট্রাইবুনালের বিচারক বিস্ফোরক মামরায় গত রোববার তাদের জামিন মঞ্জুর করেন।গত মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। বিডিয়ার জওয়ানদের মুক্তির খবরে আজ সকাল থেকে কাশিমপুর কাগাফটকের সামনে ছিল স্বজনদের ভিড়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিয়ার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

-----Ad1----