
এ তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এতে বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্তদের তালিকা স্থগিত করেছে। তবে আগামী দিন কার্য দিবসের মধ্যে তালিকা পুনঃপ্রকাশ করা হবে।
বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা স্থগিতের কারন হিসাবে উল্লেখ করেছে, উদ্ভুত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সর্ম্পকে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পুর্বঘোষিত ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০২৪ এর পুনর্বিবেচনার প্রয়োজন সর্ম্পকে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগ সর্ম্পকে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ অবস্থায় বাংলা একাডেমী পুরস্কার ২০২৪ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হল।অনধিক তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে।
ঘোষিত তালিকা অনুযায়ী বাংলা একাডেমী পুরস্কার ২০২৪ এর জন্য যাদের নাম তালিকাভুক্ত করে প্রকাশ করা হয়েছিল তারা হলেন, কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাকট ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ-গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
ঘোষিত বিজ্ঞতি অনুযায়ী বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওযার কথা ছিল।