
ময়মনসিংহের ঐতিহ্যবাহী সরকারি আনন্দ মোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা অন্তত ৩১ জন শিক্ষার্থীর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার খবরটি কলেজের অধ্যক্ষকে জানায় রেটিনা মেডিকেল ভর্তি কোচিং সেন্টার কতৃপক্ষ। গত বৃহস্পতিবার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেকেই আনন্দ মোহন কলেজে গিয়ে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে দেখা করেন।
আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমানউল্লাহ মুক্তদিনকে জানান, কেবল একটি কোচিং সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী আনন্দ মোহন কলেজের ৩১জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এ সংখ্যা আরও বেশি হতে পারে। সম্প্রতি বুয়েটের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। আশা করছি আমাদের অনেক শিক্ষার্থী বুয়েটেও সুযোগ পাবেন। বুয়েটের ফলাফলের পর মেডিকেল, বুয়েট ও বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের আমরা আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দিব বলে পরিকল্পনা রয়েছে।