মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

ইজিবাইক চালকদের অনিদৃষ্টকালের ধর্মঘট

ময়মনসিংহ নগরে আজও চলছে না ইজিবাইক, পায়ে হেঁটে চলছে মানুষ

প্রকাশ:

সোমবার, জানুয়ারী ২৭, ২০২৫ || ১২:০৩

264

মুক্তদিন প্রতিবেদনঃ

ময়মনসিংহ নগরে আজও চলছে না ইজিবাইক, পায়ে হেঁটে চলছে মানুষ

ইজিবাইক বন্ধ থাকায় পায়ে হেঁটে চলছে মানুষ। ময়মনসিংহ নগরের সি.কে. ঘোষ এলাকায় আজ সকালে। ছবিঃ মুক্তদিন
টানা দ্বিতীয় দিনের মত ময়মনসিংহ নগরে আজ সোমবার চলছে না ইজিবাইক। এতে বেড়েছে নগরবাসীর দুর্ভোগ। আজ সোমবার সকাল থেকে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা পায়ে হেঁটে যাচ্ছেন যার যার গন্তব্যে। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ।

ময়মনসিংহ সিটি করপোরেশনের পক্ষ থেকে ইজিবাইক চলাচলের জন্য সড়ক নির্ধারিত করে দেওয়ার প্রতিবাতে গতকাল রোববার থেকেই ময়মনসিংহ নগরে বন্ধ রয়েছে ইজিবাইক চলাচল। নগরের বিভিন্ন সড়কে ইজিবাইক চালকদের পক্ষ থেকে মাইকিং করে সকল ব্যটারিচালিত যানবাহনের চালকদের গাড়ি চালানো বন্ধ থাকতে বলা হচ্ছে।নগরের বিভিন্ন সড়কে দেখা যায়, চিকন চাকার কিছু ব্যাটারিচালিত রিকশা চললেও মোটা টাকার রিকশা (মিশুক)খুব বেশি চলছে না।

সম্প্রতি ময়মনসিংহ সিটি করপোরেশন নগরের যানজট কমানোর উদ্দেশ্যে নগরের প্রধান ছয়টি সড়কে ইজিবাইক চলাচল ভাগ করে দেওয়া হয়। এতে এক সড়কে চলাচলকারী ইজিবাইক অন্য সড়কে যেতে পারবে না বলা হয়। সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৯ জানুয়ারি ইজিবাইক চালকেরা নগরে বিক্ষোভ করে। ওইদন চালকেরা ময়মনসিংহ সিটি করাপোরেশনের ফটকের সামনে অবরোধ করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। তবে সিটি করপোরেশন নিজের সিদ্ধান্তে অনড় থাকায় গতকাল রোববার থেকে চালকেরা ইজিবাইক চলাচল বন্ধ করে দিয়েছে।

ইজিবাইক চলাচল বন্ধ করে দেওয়া কারনে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।  

ময়মনসিংহ জেলা অটোবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সুজন সাংবাদিকদের বলেন, চালকেরা আগের মত সব সড়কেই ইজিবাইক চালাতে চান। এ দাবি না মানা পর্যন্ত ইজিবাইক বন্ধ থাকবে।

-----Ad1----