
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যায় হাইস্কুলে চলছে শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী। গতকাল রোবাবর আনুষ্ঠানিক ভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের শিক্ষক মো. রাজন জানান, স্কুলের ১৬৭ জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা ৫৭টি সেরা ছবি নিয়ে চলছে এ প্রদর্শনী। স্থান পাওয়া ছবিগুলো থেকে প্রতি শ্রেণীতে যথাক্রমে শ্রেণী সম্মান ও শ্রেণীর শ্রেষ্ঠ পুরস্কারের জন্য মনোনীত হবে। এছাড়াও চিত্রকর্ম প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী প্রশংসাপত্র পাবে। ২০১৬ থেকে এখন পর্যন্ত প্রতিবছর নিয়মিতইেএ প্রদর্শনীর আয়োজন করা হয়।
গতকাল রোবাবর প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন, প্রধান পৃষ্ঠপোষক ও স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার, বিশেষ অতিথি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহিদুল হক, , প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম, ম্যানেজিং কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, কৃষিবিদ ড. ফারুক আহম্মদ, প্রফেসর ড. মারজিয়া রহমান, প্রফেসর ড. আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপত্বি করেন কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম।