
প্রকাশ:
বৃহস্পতিবার, জানুয়ারী ৩০, ২০২৫ || ০৪:০৭
দেখা হয়েছে 217
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
খবর
ছবি :মুক্তদিন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ
মাদক কারবারিদের পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা
প্রকাশ:
বৃহস্পতিবার, জানুয়ারী ৩০, ২০২৫ || ০৪:০৭
217
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ দুই মাদক কারবারিকে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও বাসিন্দারা । আজ বৃহস্পতিবার দুপুরে ওই দুই মাদক কারবারিকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।
গতকাল বুুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ এলাকার চরনিখলা গ্রামের পাটবাজারে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদক কারবারিদের আস্তানা ঘেরাও করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা । পরে আস্তানা থেকে বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ ২ মাদককারবারিকে আটকে পুলিশে খবর দেন বিএনপি নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ লিটার চোলাইমদ ও ১০১ লিটার মদ তৈরির উপকরণ জব্দ করে। এসময় দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রুেপ্তারকৃতরা হলেন, পাটবাজার এলাকার সন্তোষরামের ছেলে রাজারাম (৩৭) ও রাম প্রসাদ গৌড়ের ছেলে মতিলাল গৌড় (৪৭)।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ. কে. এম. হারুন-অর-রশিদ বলেন,' দীর্ঘদিন যাবৎ রাজারাম ও মতিলাল পৌর এলাকার পাটবাজারে মদ ও বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। আমাদের সম্ভাবনাময় যুবসমাজ ওদের মাদকাসক্তির কবলে পড়ে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় লোকদের নিয়ে মাদকারবারিদের আস্তানা ঘেরাও করে পুলিশে খবর দেই। মাদক-বিরোধী আমাদের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন,'খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রুেপ্তারকৃত ২ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছ।