
আওয়ামী লীগ সরকারের সময়ের সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার সকালে রংপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বৃহস্পতিবার রংপুর নগরের সেন্ট্রাল রোডে অবস্থিত এক আত্নীয়ের বাড়ি থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আজ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নুরুজ্জামানকে আদালতে হাজির করে পুলিশ। রংপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট রংপুর নগরের সুপার মার্কেট এলাকায় মাহমুদল হাসান মুন্না হত্যা মামলায় ১ নাম্বার আসামি করা হয় নুরুজ্জামান আহমেদকে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।
আজ আদালতে হাজির করে পুলিশ নুরুজ্জামানের ১৫ দিনের রিমান্ড আবেদন করে। অপর দিকে নুরুজ্জামানের পক্ষে জামিন আবেদন করা হয়। পরে বিচারক মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি দুইবার প্রতিমন্ত্রী ও একবার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।