
প্রকাশ:
শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২৫ || ০৩:১১
দেখা হয়েছে 418
মুক্তদিন প্রতিবেদনঃ
হোম /
খবর
ছবি :দুর্ঘটনার প্রতীকি ছবি
ময়মনসিংহে মোটরসাইকেল উল্টে দুই বন্ধুর মৃত্যু
প্রকাশ:
শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২৫ || ০৩:১১
418
মুক্তদিন প্রতিবেদনঃ

ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধ হলেন, ইয়াসিন আবির (১৯) ও মেহেদী হাসান (২০)। ইয়াসিন আবিরের বাড়ি ময়মনসিংহ নগরের মাসকান্দায় এবং মেহেদী হাসানের বাড়ি নগরের পুরোহিত পাড়ায়।
ময়মনসিংহ কতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, আজ বেলা এগারোটার দিকে ইয়াসিন ও মেহেদী একটি মোটরসাকলে চরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলের দ্রুতগতির কারনে দিঘারকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
পরে পুলিশ ঘটনস্থলে গিযে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।