মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

তারাকান্দায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২

প্রকাশ:

শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২৫ || ০৬:০১

308

এনামুল হক, ময়মনসিংহ

তারাকান্দায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২

ছবিঃ সংগ্রহীত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার  বিসকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকির আহমেদ বাবুলসহ ২ জন কে আটক করেছে যৌথবাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তারাকান্দা উপজেলার গজহরপুর গ্রামের  নিজ বাড়ি থেকে তাদের কে আটক করা হয়।
আটকৃত অন্যজন হচ্ছেন মোশাররফ হোসেন (৪০)। তার বাড়িও তারাকান্দা উপজেলার গজহরপুর গ্রামে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে যৌথ বাহিনী গজহরপুর গ্রামে যৌথ বাহিনী অভিযান পরিচালা করে। ওই সময় সাকির আহমেদ বাবুল ও মোশাররফ হোসেনকে আটক করা হয়।
তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান,  সাকির আহমেদ বাবুল কে সন্ত্রাস দমন আইনে ও মোশাররফ হোসেনকে বিস্ফোরক আইনের দুটি পৃথক মামলায় আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে  পাঠানো হয়েছে।
-----Ad1----