
প্রকাশ:
শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২৫ || ০৯:০৬
দেখা হয়েছে 588
মুক্তদিন প্রতিবেদনঃ
হোম /
খবর
ছবি :মুক্তদিন
ছয় তরুণের উদ্যোগ
যে বার্তা নিয়ে ৩০ কিলোমিটার পথ হাঁটলেন ছয় তরুণ
প্রকাশ:
শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২৫ || ০৯:০৬
588
মুক্তদিন প্রতিবেদনঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে নেত্রকোনা জেলা সদর পর্যন্ত ৩০ কিলোমিটার দূরত্ব। আজ শুক্রবার এ ৩০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ঈশ্বরগঞ্জ থেকে নেত্রকোনায় যান ছয়জন তরুণ। বেলা সাড়ে তিনটা থেকে হাঁটা শুরু করেন। পথে কোন বিরতি না দিয়ে রাত পৌনে নয়টায় তারা পৌছান নেত্রকোনায়।
এ ছয় তরুণের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। ঈশ্বরগঞ্জ রার্নাস কমিউনিটি নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত তারা।
কেন ৩০ কিলোমিটার পথ হেঁটেছেন জানাতে চাইলে এ দলের সদস্য জাহিদ হাসান বলেন, মূলত সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দিতে আমরা এ হাঁটা কর্মসূচির আয়োজন করেছি। বর্তমানে বেশির ভাগ মানুষ শারীরিক পরিশ্রম বাদ দিয়েছে। সবাই ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোনে নানা বিষয়ে মনোনিবেশ করে থাকেন। এতে মানুষ নানা রকমের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। আমরা প্রয়োজনের অধিক সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন প্রয়োজন মত হাঁটার জন্য মানুষকে উৎসাহিত করার বার্তা ছড়িয়ে দিতে চাইছি। যে কারন এ হাঁটার আয়োজন করেছি।
হাঁটার এ দলের সদস্যরা হলেন, জাহিদ হাসান, সৌরভ সাহা, মাহবুব হাসান তুহিন, মারফত আলী, ইমরান হাসান ও অলি আহমেদ। তাদের প্রত্যেকের বয়স ৩০ বছরের কাছাকাছি। সবার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলায়।
জাহিদ হাসান আরও জানান, আগেও তারা বিভিন্ন সময় এ রকম বার্তা নিয়ে হেঁটেছেন। সম্প্রতি ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে নান্দাইল উপজেলা সদর পর্যন্ত ২০ কিলোমিটার পথ হেঁটেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় ঈশ্বরগঞ্জ থেকে গৌরীপুর উপজেলার সাহাগঞ্জ বাজার ও নেত্রকোনা জেলার বিশুরা ইউনিয়ন হয়ে পাকা সড়ক ধরে তারা হেঁটেছেন। হাঁটার সময় বিভিন্ন স্থানে পথচারীদের সঙ্গে আলাপ হয়েছে। সবাইকে প্রয়োজনের অধিক সময় মোবাইল ফোন না দেখা এবং প্রয়োজনমত হাঁটার আহ্বান জানিয়েছেন এ তরুণেরা।