মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

আজ থেকে সেন্টমার্টিনে যাওয়া বন্ধ হচ্ছে নয় মাসের জন্য

প্রকাশ:

শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫ || ১২:৫৭

146

মুক্তদিন প্রতিবেদনঃ

আজ থেকে সেন্টমার্টিনে যাওয়া বন্ধ হচ্ছে নয় মাসের জন্য

ছবিঃ মুক্তদিন
আজ শনিবার থেকে বন্ধ করা হয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমন। সরকারি নিষেধাজ্ঞার কারনে স্থানীয় প্রশাসন আজ শনিবার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করার নির্দেশনা জারি করেছে। পাশাপাশি বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে সেন্টমার্টিনের হোটেলগুলোকেও।
দ্বীপটির সুরক্ষায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। চলতি পর্যটন মৌসুমে সরকারি ভাবে নির্দেশনা দেওয়া হয়, নভেম্বর মাসে পর্যটকেরা সেন্টমার্টিনে গিয়ে সারা দিনের ভ্রমন শেষে রাতে ফিরে আসবেন। ডিসেম্বর আর জানুয়ারি মাসের নির্দেশনা ছিল, প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক দ্বীপটিতে রাত্রি যাপন করতে পারবেন। চলতি মাসে সেন্টমার্টিনে মোট ১ লাখ ২০ হাজার পর্যটক ভ্রমন করেছেন। এর আগে প্রতি বছর অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিনে যেতে পারবেন। এ বছর সেটি করা হয়েছে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। যে কারনে বছরের নয় মাস বন্ধ থাকবে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ।
পর্যটন বন্ধ থাকার সময় সেন্টমার্টিনের সুরক্ষায় নানা ধরণের কর্মসূচি হাতে দিয়ে পরিবেশ অধিদপ্তর। এ সময়ে সেন্টমার্টিন দ্বীপকে বিভিন্ন ভাগে ভাগ করে প্লাস্টিক বোতলসহ নানা ধরণের আর্বজনা পরিস্খার করা হবে। পাশাপাশি একটি প্রকল্পের আওতায় সেন্টার্মিনে বিশুদ্ধ খাবার পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
-----Ad1----