মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

মুক্তাগাছায় মাটি খঁড়ে পাওয়া গেলে নিখোঁজ শিশুর লাশ

প্রকাশ:

সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২৫ || ০২:১৪

191

মুক্তদিন ডেস্ক

মুক্তাগাছায় মাটি খঁড়ে পাওয়া গেলে নিখোঁজ শিশুর লাশ

ছবিঃ সংগ্রহীত
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মাটি খুঁড়ে পাওয়া গেছে নিখোঁজ এক শিশুর লাশ। আজ সোমবার ভোরে উপজেলার নরকোনা মধ্যপাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত এ শিশুর নাম রিফাত (১২)। সে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। পাশাপাশি সে ভ্যান চালাত। লাশ উদ্ধারের নয় দিন আগে থেকে রিফাত নিখোঁজ ছিল বলে জানা যায়। শিশু রিফাতের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ মো: মিরাজ নামের এক ব্যক্তিকে আটক করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছার উপজেলার কাতলসা গ্রামের মো. মফিজুল ইসলামের ছোট ছেলে মো. রিফাত স্থানীয় শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের অভাবের কারনে লেখাপড়ার পাশাপাশি মাঝে মাঝে রিফাত ভাড়ায় ভ্যান চালাতো।নয় দিন আগে ভ্যান নিয়ে বের হয়। তারপর থেকে ভ্যানসহ নিখোঁজ ছিল সে। নিখোঁজের পর রিফাতের পরিবার নানা জায়গায় খোঁজ করে। কোথাও না পেয়ে গত ২৯ জানুয়ারি মুক্তাগাছা থানায় সাধরণ ডায়েরি (জিডি) করে রিফাতের বড় ভাই আরিফ হোসেন। জিডির সূত্র ধরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে মিরাজ নামের একজনকে গতকাল রোববার রাতে আটক করে। পরে মিরাজের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেন আজ সোমবার ভোরে নরকোরা গ্রামের একটি সরিষা খেতের মাটি খুঁড়ে রিফাতের লাশ উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন জানান, লাফটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

-----Ad1----