
ময়মনসিংহে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাব। আজ সোমবার(৩ ফেব্রুযারি) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা এলাকা থেকে অবৈধ ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যানটি জব্দ করে র্যাব।
অবৈধ কম্বলসহ আটককৃতরা হলেন,-চাঁদপুর জেলার মতলব উপজেলার আইটহাদি মাথাভাঙ্গা এলাকার শফিক সরকারের ছেলে রায়হান আলম (২৮) ও গাজীপুরের শ্রীপুরের নগরহাওলা এলাকার আব্দুল বাতেনের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। র্যাব-১৪ সদর দপ্তরের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল নগরীর ২৫ নং ওয়ার্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আকিজ গ্যাস স্টেশনের সামনে দীঘারকান্দা এলাকায় অভিযান চালায়। এসময় একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে- এ সংবাদে সোমবার ভোরে অভিযান চালায়। দুজন চোরাকারবারিকে আটক করে। এসময় ৬৩১ পিস অবৈধ ভারতীয় কম্বল ভর্তি কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩১ লক্ষ ৫৫ হাজার টাকা।
দীর্ঘদিন যাবৎ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় কম্বল চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছিল বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘদিন যাবৎ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় কম্বল চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছিল বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।