
ঘটনাটি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পোড়াবাড়ি গ্রামে। গতকাল মঙ্গলবার এ ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। পরে গতকাল সন্ধ্যায় মামা কাঞ্চন মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মুক্তদিনকে কাঞ্চন মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ওসি বলেন, আজ বুধবার বেলা সাড়ে এড়ারোটা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। এ সময় পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, কেন্দুয়া উপজেলার পোড়াবাড়ি গ্রামের মাজহারুল ইসলাম কয়েক বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে মাজহারুল স্ত্রী ও মায়ের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগে থাকে। এতে মাজহারুল স্ত্রীর পক্ষ নিয়ে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। গতকাল মঙ্গলবার বিকালে স্ত্রী ও মায়ের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। ঝড়গার এক পর্যায়ে মাজহারুল স্ত্রীর পক্ষ নিয়ে মাকে মারধর করেন অভিযোগ করে। মারধরের পর মা একই গ্রামের নিজের ভাই কাঞ্চন মিয়া (৬৪) মিয়ার কাছে নালিশ করেন। পরে কাঞ্চন মিয়াকে মাজহারুলের বাড়িতে তাকে (মাজহারুল) শাসন করতে যান। মামার শাসনে উত্তেজিত মাজহারুল মামার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। আহত কাঞ্চন মিয়াকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।