মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

গৌরীপুরে হারুন পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

প্রকাশ:

বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫ || ০২:২৬

126

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

গৌরীপুরে হারুন পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

ছবি :মুক্তদিন


জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হারুন পাঠাগারের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে পৌর শহরে হারুন পাঠাগারের সদস্যদের নিয়ে শোভাযাত্রাটও বের হয়। শোভাযাত্রা শেষে শহরের হাতেম আলী সড়কে অবস্থিত হারুন পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হারুন পাঠাগারেরর পরিচালক মো. হারুন মিয়া।

প্রধান অতিথির বক্তব্য দেন গৌরীপুর গণপাঠাগারের নিবার্হী পরিচালক আমিরুল মোমনেীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা রইছ উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উদীচীর সভাপতি ওবায়দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, বিজয় কম্পিউটারের পরিচালক  তৌহিদুল আমিন তুহিন, জাহাঙ্গীর ইসলাম তানভীর , সায়েফ আহমেদ, অন্তর প্রমুখ।

গৌরীপুর উপজেলার পৌর শহরের সতিষা এলাকার বাসিন্দা মো. হারুন মিয়াা পেশায় একজন চা বিক্রেতা। চা বিক্রির পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেন হারুন পাঠাগার। 

-----Ad1----