
প্রকাশ:
বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫ || ০৬:৪৫
দেখা হয়েছে 167
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
হোম /
খবর
ছবি :মুক্তদিন
গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
প্রকাশ:
বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫ || ০৬:৪৫
167
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী শীলা রেলব্রীজ এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার ঢাকা -ময়মনসিংহ রেললাইনের মশাখালী শীলা রেলব্রীজে স্থানীয় লোকজন রেললাইনের পাশে অজ্ঞাত (৪৫) এক নারীর খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ভোর রাতে ঢাকাগামী কোনো ট্রেন থেকে পড়ে অথবা রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী বলেন, ’মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । নিহতের মুখাবয়ব বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছেন না।’