সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

গফরগাঁও সরকারি কলেজে নবীন বরণ ও পিঠা উৎসব

প্রকাশ:

বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫ || ০৭:১৪

312

রোবেল মাহমুদ, গফরগাঁও (ময়মনসিংহ)

গফরগাঁও সরকারি কলেজে নবীন বরণ ও পিঠা উৎসব

ছবি :মুক্তদিন
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকেরা। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসব। যেখানে ৫০টিরও বেশি স্টল অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষসহ কলেজের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পিঠা উৎসবে চিতই, ভাপা, পাটিসাপটা, নকশি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার পসরা সাজিয়ে অংশ নেয় শিক্ষার্থীরা। বিভিন্ন স্টলে ভিড় জমে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের। অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।

নবীন বরণ ও পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। 
কলেজ কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মেধা ও সাংস্কৃতিক বিকাশের জন্য এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে। নবীন শিক্ষার্থীরাও এমন জমকালো আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-----Ad1----