
প্রকাশ:
বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫ || ১১:১১
দেখা হয়েছে 675
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)
হোম /
খবর
ছবি :মুক্তদিন
ঈশ্বরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা বয়কট করেছে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা
প্রকাশ:
বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫ || ১১:১১
675
মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আইনশৃ-ঙ্খলা সভায় স্বৈরাচারের দোসরদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবং আইন-শৃঙ্খলা সভা বয়কট করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
জানা যায়, আজ বুধবার (৫ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত হন। চেয়ারম্যানদের বিরুদ্ধে রাজনৈতিক দলের অভিযোগ তারা সবাই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন পদে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগের ঘোষিত মাসব্যাপী কর্মসূচি পালনে সক্রিয় ভূমিকা রেখে বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। কোন কোন চেয়ারম্যান ৪ আগস্টে উপজেলা সদরে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে হামলায় সরাসরি জড়িত ছিলেন।
অভিযোগ ওঠেছে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ যোগদানের আগে মাসিক আইনশৃঙ্খলা সভায় আওয়ামী লীগের দলীয় পদে থাকা এসব চেয়ারম্যান উপস্থিত না হলেও তিনি যোগদানের পর থেকে তারা উপস্থিত হচ্ছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানুর রহমান সজিব ও ইমরান হাসান মিলন আইনশৃঙ্খলা সভা বয়কট করার বিষয়ে বলেন, গত ৪আগস্ট যারা ছাত্রজনতার উপর হামলা চালিয়েছে যারা স্বৈরাচারের পক্ষে এবং দোসর হিসেবে কাজ করেছে তারা আইনশৃঙ্খলা সভায় থাকলে জুলাই-আগস্টের চেতনার সাথে বেঈমানী করা হয় তাই আমরা বয়কট করেছি।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ বলেন, এ উপজেলায় প্রত্যেক চেয়ারম্যান হয় স্বৈরাচারের পক্ষে না হয় স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে। বর্তমানেও তারা স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত এই মুহূর্তে তারই আইনশৃঙ্খলা অবনতির প্রধান কারণ। আগামীতে আইনশৃঙ্খলা সভায় তারা থাকলে আমরা তা বয়কট করব।
উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেন, "যেখানে বেড়ায় ক্ষেত খাচ্ছে সেখানে আইনশৃঙ্খলা কথা কি বলব। রাত আর দিন তো এক হয় না। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকলে আমরা তা বয়কট করব।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ বলেন, সজিব নামের একজন সমন্বয়ক আইনশৃঙ্খলা সভা থেকে বেড়িয়ে যায় এবং পরে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে। অন্য দিকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভার শেষ পর্যন্ত ছিলেন। ভবিষ্যেতে কেউ বয়কট করবে কিনা সেটা তার ব্যাক্তিগত বিষয়।