
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির মিছিল চলাকালে পিকনিক ফেরত একটি বাসের ভেতর থেকে ‘জয় বাংলা’সহ আওয়ামী লীগের পক্ষের স্লোগান শোনা যায়। পরে স্থানয়ী লোকজন বাসটিকে আটকে ফেলে। খবর পেয়ে তারাকান্দা থানার পুলিশ বাসটি থানায় নিয়ে যায়।গতকাল বুধবার রাতে তারাকান্দা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাতাটার দিকে শেরপুর থেকে পিকনিক শেষ করে একটি বাস টাঙ্গাইলের উদ্দেশ্য যাচ্ছিল। যাওয়ার পথে তারাকান্দা বাসস্যান্ড এলাকায় বিএনপির মিছিলের সামনে পরে বাসটি। ওই সময় বাসের ভেতর থেকে ‘জয় বাংলা’ ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান শোনা যায়। ওই সময় বাসটির গতি কম থাকায় লোকজন বাসটিকে আটকে ফেলে।স্থানীয় লোকজন বাসটিতে তল্লাশি শুরু করে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার কারন জানতে চায়। ওই সময় লোকজন উত্তেজিত হতে থাকলে খবর পেয়ে পুলিশ যাত্রীসহ বাসটি থানায নিয়ে যায়। পরে উত্তেজিত লোকজন থানার সামনে ভিড় করে থানায় নিয়ে গিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে রাত সাড়ে দশটার দিকে বাসটিকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, বাসটির যাত্রীরা টাঙ্গাইলের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক। তারা শেরপুরে শিক্ষা সফরে গিয়েছিলেন। আমরা বাসে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেছি। তারা আওয়ামী লীগের পক্ষে উস্কানিমূলক কোন স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেননি। পরে শিক্ষকদের জিম্মায় শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।