মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

তারাকান্দায় আগাম ঘোষণা দিয়ে ভাঙা হল আ.লীগ অফিস

প্রকাশ:

শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫ || ১২:৩৮

185

মুক্তদিন ডেস্ক

তারাকান্দায় আগাম ঘোষণা দিয়ে ভাঙা হল আ.লীগ অফিস

ছবিঃ মুক্তদিন
গতকাল বৃহস্পতিবার সাধারণ মানুষের মধ্যে আলোচনা ছিল,কী ঘটতে যাচ্ছে তারাকান্দায়। কারন ফেসবুকে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল রাতে কিছু ঘটতে যাচ্ছে। এ নিয়ে তারাকান্দার মানুষের মধ্যে ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে রাতে অবসান হল জল্পনার।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তারাকান্দা উপজেলা সদরের বাসস্যান্ড এলাকায় অবস্থিত আওয়ামী লীগ অফিসে চালায় ভাঙচুর।

আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, তিনতলা বিশিষ্ট আওয়ামী লীগ অফিসটির প্রথম দুই তলায় হয়েছে ভাঙচুর। দুটি তলার দেয়াল, জানালার লোহার গ্রিল ভাঙা হয়েছে। নিচে পড়ে আছে ইট।

স্থানীয় লোকজন জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনতলা ভবনের আওয়ামী লীগের অফিসটি ফাঁকা পড়ে থাকত। তারাকান্দায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছে আত্নগোপনে।

-----Ad1----