
প্রকাশ:
শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫ || ০৩:০৩
দেখা হয়েছে 151
মুক্তদিন ডেস্ক
হোম /
খবর
ছবি : সংগ্রহীত
কবি নজরুল বিশ্ববিদ্যালয়
যোগ্য ইমাম নিয়োগের দাবিতে মানববন্ধন
প্রকাশ:
শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫ || ০৩:০৩
151
মুক্তদিন ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোগ্য ইমাম নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর ক্যাম্পাসে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের অভিযোগ, মসজিদের ইমাম মানুষকে সঠিক পথ দেখান। কিন্তু যদি সে ইমাম নিয়োগের প্রক্রিয়া যদি স্বচ্চ না হয়, তাহলে তিনি অন্যকে সঠিক পথ কিভাবে দেখাবেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নামের ফেসবুক পেজ থেকে এ মানববন্ধনটি সরাসরি প্রচার করা হয়। সে প্রচার থেকে জানা যায়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইমাম নিয়োগের প্রক্রিয়া নিয়ে আপত্তি প্রকাশ করেন। বক্তারা বলেন, ইমাম নিয়োগে স্বচ্ছতা ছিল না। ২০০ জনের বেশি প্রার্থী থাকলেও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ১৭৬ জনের পরীক্ষা নেওয়ার আসন ব্যবস্থা করে। অনেক পরীক্ষার্থীকে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে জানানো হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধি রাখার দাবি করা হলেও সে দাবি রাখা হয়নি।
বক্তব্যে শিক্ষার্থীরা দ্রুত যোগ্য ইমাম নিয়োগের দাবি জানান।