
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত বির্তকিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা জামালপুর-৪ (সরিষাবাড়ী ) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়িতে গত বৃহস্পতিবার রাত আটটায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে বাড়ির নিচ তলার আসবাবপত্র ও দ্বিতীয় তলার আসবাবপত্র ভাঙচুর করে ।ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় ।
একই দিন রাত ৯ টায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেনের তারাকান্দি গ্রামের বাড়ির ফটকে ভাঙচুর করা হয়।পরে ছানোয়ার হোসেনের দুতলা বাড়ির নিচতলা ও উপরতলার সকল আসবাবপত্র ভাঙচুর করা হয়।
সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়ির পাহারাদার মুকাদ্দেস আলী বলেন, ভাঙচুরের সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে শুনেছেন ৩০ থেকে ৪০ জন মোটরসাইকেল করে এসে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করেছে।