
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের কৃষক লাল হোসেন ওরফে লাল মিয়া (৫৫) হত্যা মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার সিলেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই ভাই হলেন, উপজেলা বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের ইদ্রিস আলীর ছেলে রুবেল মিয়া (২৫) এবং রিফাত মিয়া (১৯)। আজ শুক্রবার এ দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে তারাকান্দা থানা র এসআই মো. শরীফুজ্জামান শরীফ জানান, গত ২৫ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কৃষক লাল মিয়া। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি মারা যান লাল মিয়া।
এ ঘটনায় তারাকান্দা থানায় হত্যা মামলা হয়।মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান সনাক্ত করে তারাকান্দা থানার পুলিশ।পরে সিলেট থেকে এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে তারাকান্দা থানা ওসি মো. টিপু সুলতান বলেন, সিলেট থেকে গতকাল গ্রেপ্তারের পর আজ তাদের আদালতে পাঠানো হয়।