
প্রকাশ:
রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৫ || ০৯:২৮
দেখা হয়েছে 187
মুক্তদিন ডেস্ক
হোম /
খবর
ছবি : সংগ্রহীত

মেলায় এসেছে শামীম আশরাফের কবিতার বই 'চল্লিশ কদম পর'
প্রকাশ:
রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৫ || ০৯:২৮
187
মুক্তদিন ডেস্ক

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশ হয়েছে কবি শামীম আশরাফের কবিতার বই 'চল্লিশ কদম পর'। গত শুক্রবার বইটি মেলায় এসেছে। চল্লিশ কদম পর প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান উজান। অমর একুশে বইমেলায় উজানের স্টল নাম্বার ৬২৩-৬২৪ এ এখন পাওয়া যাচ্ছে কবিতার এ বইটি।
চল্লিশ কদম পর বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ৬৪। এতে মোট ৫৬টি কবিতা রয়েছে। গায়ের মূল্য ২০০ টাকা। মেলায় ২৫ শতাংশ ছাড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
শামীম আশরাফ ময়মনসিংহে বসবাসকারী একজন তরুণ কবি। দীর্ঘ দিন ধরে লেখালেখি করলেও এটিই তার প্রথম বই। লেখালেখির পাশাপাশি তিনি একজন সংগঠক। সামাজিক কর্মকাণ্ডে তার স্বপ্রনোদিত অংশগ্রহন প্রসংশনীয়। শামীম আশরাফ একজন নান্দনিক গ্রাফিক্স ডিজাইনার। সৃজনশীল ডিজাইনার হিসেবেও তিনি প্রসংশীত। তিনি 'বাতর' নামের ছোট কাগজের সম্পাদক।