সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

মোবাইল কোম্পানি রবির বিরুদ্ধে অভিযোগ

বাবার হত্যাকারীদের বিচার চেয়ে ছেলের সংবাদ সম্মেলন

প্রকাশ:

রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৫ || ০৯:৩৭

164

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

বাবার হত্যাকারীদের বিচার চেয়ে ছেলের সংবাদ সম্মেলন

ছবি :মুক্তদিন
কুমিল্লার চৌদ্দগ্রামে রবি আজিয়াটা টাওয়ারের সিকিউরিটি গার্ড আবুল হাসিম (৬৫) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের ছেলে মনোয়ার হোসেন হাসিব।

আজ রোববার বিকালে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ  দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মনোয়ার হোসেন হাসিব।
তিনি বলেন, আমার বাবা প্রায় ২২ বছর ধরে চৌদ্দগ্রামে রবি আজিয়াটা টাওয়ারের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। গত ১৮ অক্টোবর বাবাকে দুবৃর্ত্তরা হাত-পা, চোখ বেঁধে নির্মমভাবে হত্যা করেছে। 

আমাদের ধারণা দুবৃর্ত্তরা অপরাধ সংঘটিত করার সময় বাবা তাদের চিনে ফেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় বাবার হত্যাকাণ্ডের পর রবির কোনো কর্মকর্তা আমাদের খোঁজ-খবর নেননি।  উল্টো বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি -ধামকি দিচ্ছে তারা। এজন্য নিজের জীবন নিয়ে শঙ্কায় আছি।
মনোয়ার হোসেন হাসিব সংবাদ সম্মলেন রবি সিম বয়কটের জন্য সবাইকে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে নিহতের দুই মেয়ে আলিফা সুলতানা হ্যাপি, লতিফা সুলতানা শিপুসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। 

এব্যাপারে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আহমেদ এ থানায় সদ্য যোগদানের বিষয়টি জানিয়ে সাংবাদিকদের বলেন- মামলাটি ক্লুলেস থাকার কারণে খুনিদের গ্রেফতার করা যায়নি, তবে পরবর্তীতে আদালতের মাধ্যমে পিটিশনকৃত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আবুল হাসিমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের মইলাকান্দা ইউনিয়নের কাউরাট চকপাড়া গ্রামে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।  গত বছরের ১৮ অক্টোবর আবুল হাসিম সেখানে হত্যাকাণ্ডের শিকার হন।

 
-----Ad1----