সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

হালুয়াঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতয়ী পণ্য আটক

প্রকাশ:

সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২৫ || ০২:৪৬

195

মুক্তদিন ডেস্ক

হালুয়াঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতয়ী পণ্য আটক

ছবিঃ সংগ্রহীত
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাঙ্গের কান্দা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের ভারতীয় পণ্য আটক করেছে র‌্যাব-১৪। গতকাল রোববার দিবাগত রাতে এসব পণ্য আটক করা হয়। আজ দুপুরে র‌্যাব-১৪ মিডিয়া অফিসসার জুয়েল চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানাতে পারে মারাগাঙ্গের কান্দা গ্রামের হাবিবুর রহমানের (৩৫) বাড়িতে অবৈধ ভাবে পাচার করা জিরা, জনসন বেবি সাবান ও কাপড়সহ বিভিন্ন পণ্য মজুদ করা হয়েছে। খবর পেয়ে দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব হাবিবুরের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় হাবিবুরসহ কয়েকজন চোরাকারবাবী পালিয়ে যান।পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ঘটনাস্থলে তল্লাশি করে র‌্যাব এসব পণ্য আটক করে। আটক হওয়ার এসব পণ্যের আর্থিক মূল্য অন্তত এক কোটি টাকা বলে জানা যায়।

মালামাল আটকের পর র‌্যাব উপস্থিত জনগণকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পলাতক ব্যক্তিরা দীর্ঘ দিন ধরেই অবৈধ পণ্য ভারত থেকে পাচার করছেন।

-----Ad1----