
প্রকাশ:
সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২৫ || ০৬:১৭
দেখা হয়েছে 229
মুক্তদিন প্রতিবেদনঃ
হোম /
খবর
ছবি :মুক্তদিন

ময়মনসিংহে আসছেন ড. মিজানুর রহমান আজহারী
১৫ লাখ মানুষের জন্য প্রস্তুত হচ্ছে মাঠ, থাকছে মহিলাদের জন্য বিশেষ প্যান্ডেল
প্রকাশ:
সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২৫ || ০৬:১৭
229
মুক্তদিন প্রতিবেদনঃ

আগামী ১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহে আসছেন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসির হিসাবে তিনি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহ এ মাহফিলের আয়োজন করছে।
এ মাহফিল আয়োজন কমিটির আহ্ববায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন জানান, মাহফিল উপলক্ষে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ইতিমধ্যে প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ পুরোদমে চলছে। আশা করা যায় এতে ১০ লাখ থেকে ১৫ লাখ মানুষ যোগ দিবে।সার্কিট হাউজ মাঠে পরুষদের জন্য এবং ময়মনসিংহ জিলা স্কুলের খেলার মাঠে মহিলাদের জন্য প্যান্ডেল তৈরি করা হচ্ছে। মহিলাদের প্যান্ডেলের ধারণ ক্ষমতা হবে অন্তত ৫০ হাজার মানুষের।
১৫ ফেব্রুয়ারি সকাল দশটায় শুরু হবে এ মাহফিলের কার্যবক্রম। দুপুর নাগাদ মঞ্চে ওঠবেন প্রধান মুফাসির ড.মিজানুর রহমান আজহারী। বাদ আসর সমাপ্ত হবে মাফহিল।
মাহফিলের দিন ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের চর্তুদিক দিয়ে রাখা হবে প্রবেশ পথ। এছাড়াও মাঠের আশে পাশে দশটি বড় পর্দায় সরাসরি দেখা যাবে এ মাহফিল। মাহফিলে সভাপতিত্ব করবেন কাতলাসেন কাদেরিয়া আলিয়া মাদরাসার প্রাক্তন হেড মুহাদ্দিস শায়খুল হাদিস হাফেজ মাওঃ নুরুল ইসলাম দাঃবাঃ।
গতকাল রোববার সরেমজিনে দেখা যায়, ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে প্যাল্ডেল তৈরির কাজ চলছে।