সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

ঈশ্বরগঞ্জে খামারীদের ঘাস কাটার মেশিন হস্তান্তর

প্রকাশ:

সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২৫ || ০৬:৪১

215

মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ)

ঈশ্বরগঞ্জে খামারীদের ঘাস কাটার মেশিন হস্তান্তর

ছবি :মুক্তদিন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের এলডিডিপি প্রকল্পের আওতায় ৯টি ডেইরি পিজিতে খামারীদের মাঝে ঘাস কাটার মেশিন হস্তান্তর করা হয়। আজ সোমবার  দুপুরে উপজেলার প্রাণিসম্পদ হাসপাতালে এসব পণ্য সামগ্রী হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এছাড়াও উপজেলার ৯ টি ডেইরি পিজি, ২ টি হৃষ্টপুষ্টকরণ পিজি,  ১ টি ছাগল পিজি এবং ২ টি মুরগী পিজিতে প্রকল্পের তত্ত্বাবধানে পরিচালিত "ফার্মার'স ফিল্ড স্কুল" পরিচালনার নিমিত্তে চেয়ার এবং টেবিল হস্তান্তর করা হয়। 

সংশ্লিষ্ট পিজি গ্রুপের সুফলভোগীদের মাঝে উল্লেখিত উপকরণ সমূহ বিতরণকালে উপস্থিত ছিলেন ডা. মোঃ মাহাবুবুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন ডাঃ জান্নাতুল মাওয়া, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট লাইভষ্টক ফিল্ড এসিষ্ট্যান্ট, লাইভষ্টক সার্ভিস প্রোভাইডার সহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীগণ।

-----Ad1----