
প্রকাশ:
মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫ || ০৫:৩২
দেখা হয়েছে 119
রোবেল মাহমুদ, গফরগাঁও
হোম /
খবর
ছবি :মুক্তদিন
গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা
প্রকাশ:
মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫ || ০৫:৩২
119
রোবেল মাহমুদ, গফরগাঁও

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও আইসিটি শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখা (অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া)। আজ মঙ্গলবার সকালে ফজলুর রহমান উচ্চবিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. দিদারুল ইসলাম। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলা উদ্দিন। প্রধান আলোচক হিসেবে মতবিনিময় করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলাম, ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এস. এম. মোমতাজ উদ্দিন।
বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে আধুনিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, পাঠদানের নতুন পদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ শিক্ষক সমিতির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম।