মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

কেন্দুয়ায় মায়ের সঙ্গে অভিমান করে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ:

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫ || ০৫:৫৬

237

কেন্দুয়া প্রতিনিধি

কেন্দুয়ায় মায়ের সঙ্গে অভিমান করে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ছবি :মুক্তদিন
নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। 

ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে তার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। মায়ের সঙ্গে অভিমান করে ওই ছাত্রী এ ঘটনা ঘটিয়েছে  বলে জানা গেছে। নিহত ওই ছাত্রী নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।  ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ছাত্রীর পরিবারের  বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গ্রামে মা-বাবাসহ পরিবারের সঙ্গে থাকত  সে। গতকাল সোমবার বিকেলে খেলাধুলা করতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে বসতঘর লাগোয়া রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোস্তফা ও কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইউম হাসপাতাল পরিদর্শন করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রাতেই নিহত ছাত্রীর বাড়িতে যান। ওসি মিজানুর রহমান জানান, মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মায়ের সঙ্গে অভিমান করে ওই ছাত্রী গলায় ফাঁস দেয় বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর  মামলা হয়েছে। 
-----Ad1----