সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

কেন্দুয়ায় দেড় লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশ:

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫ || ০৮:০৬

139

কেন্দুয়া প্রতিনিধি

কেন্দুয়ায় দেড় লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২

ছবি :মুক্তদিন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দেড় লাখ টাকা মূল্যের ইয়াবা বড়ি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ মঙ্গলবার কেন্দুয়া থানায় একটি মামলা হয়েছে। 

এ মামলার তিনজনকে আসামি করা হয়। এর 
মধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । অপর আসামি পলাতক।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন, উপজেলার কান্দিউড়া গ্রামের সুকন মিয়া (২৮) ও ফয়সাল মিয়া  (৩৩)। আসামি উজ্জল মিয়া (৩৫) পলাতক রয়েছেন। 

পুলিশ জানায়,গোপন সূত্রে ইয়াবা বড়ি বিক্রির খবর পেয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাশিপুর মোড় এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই)৷ অপু চন্দ্র ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক মোটরসাইকেল আরোহী দুজনের শরীর তল্লাশি করে দেড় লাখ টাকা মূল্যের ৩০০ টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। তবে তাদের অপর সহযোগী উজ্জল মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় মাদক বিক্রেতাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায়  পুলিশ বাদী হয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

-----Ad1----