সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

ময়মনসিংহে ৩১ দফার প্রচারনা

রাষ্ট্র মেরামতের ৩১ দফায় জনগণের ভাগ্য জড়িত: ওয়াহাব আকন্দ

প্রকাশ:

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২৫ || ০৮:২১

287

মুক্তদিন প্রতিবেদনঃ

রাষ্ট্র মেরামতের ৩১ দফায় জনগণের ভাগ্য জড়িত: ওয়াহাব আকন্দ

ছবি :মুক্তদিন
রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় দেশের জনগনের ভাগ্য জড়িত, বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেছেন, " টানা ১৫ বছর ফ্যাসিষ্ট দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এ থেকে উত্তরণের একমাত্র পথ রাষ্ট্র সংস্কার। বিষয়টি উপলব্ধি করতে পেরে আমাদের নেতা তারেক রহমান দেশের সমমনা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাষ্ট মেরামতে ৩১ দফা ঘোষনা করেছেন। এতে জনগণের ভাগ্য জড়িত। আগামী দিনে এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে"।     

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ময়মনসিংহ নগরীর বাগান বাড়ী এলাকায় রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারণা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় রাষ্ট্র মেরামতে ৩১ দফা তুলে ধরে জনগনের মধ্যে প্রচারণা করার আহবান জানিয়ে ওয়াহাব আকন্দ আরও বলেন,  "দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এবং যেকোন চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।"

মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিকের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি ইশরাত জাহান সেন্ড্রা, সাধারন সম্পাদক ফারিয়া তাসনিম তিথি, যুগ্ম সাধারন সম্পাদক শান্তনা সরকার শেলি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহাবুবা প্রমূখ।  

সভা শেষে হতদরিদ্র ও অসহায় শতাধিক পরিবারে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। এ সময় মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



-----Ad1----