
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় গৌরীপুরের ছত্রিশগড় এলাকায় অসহায় ও অস্বচ্ছল শীতার্তদের মাঝে প্রায় পাঁচশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানটির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফয়সাল ফারনিম ও সদস্য হামিদুল হক।
গতকাল মঙ্গলবার
এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
হয়। এতে ৪টি গ্রামের দরিদ্র
মানুষ উপস্থিত হয়ে শীতবস্ত্র গ্রহন করেন।
কম্বল
নিতে আসা এক বৃদ্ধা
বলেন, "আমরার গেরামের ভিতরে
কেউ কম্বল নিয়া আসে
না, চাইলেও আমরা এত টেহা
দিয়ে কিনতে পারি না।
খুব কষ্ট কইরা শীত
পার করা লাগে।"
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া সদস্য সচিব আলি হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চল গুলোতে সাহায্য খুবই কম পৌছায়, কিন্তু এখানকার মানুষগুলো খুবই দারিদ্র্য শ্রেণির। আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য পৌঁছে দিতে। ভবিষ্যতে এর ধারা অব্যাহত থাকবে।