সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

তারাকান্দায় ‘ডেভিল হান্টে’ আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশ:

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ || ০২:১০

177

তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা

তারাকান্দায় ‘ডেভিল হান্টে’ আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

ছবিঃ সংগ্রহীত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অপারেশন ‘ডেভিল হান্টে’ ইউনিয়ন পরিষদের একজন সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাট্টা-ভাটপাড়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম(৫০) এবং কাকনী ইউনিয়ন পরিষদ সদস্য মঞ্জুরুল হক। মঞ্জুরুল হকের বাড়ি দাদরা গ্রামে। তিনি পেশায় দলিলি লেখক। গতকাল বুধবার সন্ধ্যায় তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চায়ের দোকান থেকে মঞ্জুরুল হককে এবং নিজ বাড়ী থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করে যৌথবাহিনী

বিষয়ে তারাকান্দা থানার এসআই সজীব চন্দ্র দাস বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

-----Ad1----