
প্রকাশ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ || ০৩:৫৫
দেখা হয়েছে 104
কেন্দুয়া প্রতিনিধি
হোম /
খবর
ছবি :মুক্তদিন
কেন্দুয়ায় ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ || ০৩:৫৫
104
কেন্দুয়া প্রতিনিধি

আইন অমান্য করার দায়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর এলাকায় এ অভিযান চালান।
অর্থদণ্ডপ্রাপ্ত ওই ইটভাটার নাম "মেসার্স ঢাকা ব্রিকস"। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিমকে সহযোগিতা করেন নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.জব্বার হোসাইন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানের বিষয়ে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অমান্য করে ইটভাটায় মাটি ব্যবহার-সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে ওই ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে মালিকপক্ষ অর্থদণ্ডের টাকা পরিশোধ করে রেহাই পান। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।