
এক জায়গায় হঠাৎ করে অস্বাভাবিক ভাবে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেলে সাধারণত সব মোবাইলেই নেটওয়ার্ক পাওয়া যায় না। আগামীকাল শনিবার ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে তাফসীরুল কুরআন মাহফিল। এ মাহফিলে প্রধান মুফাসির হিসেবে থাকবেন বিশ্বনন্দিত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। স্বাভাবিক কারনেই এ মাহফিলে লাখ লাখ মানুষ উপস্থিত হবে। আয়োজকদের আশা এ মাহফিলে ১০ লাখ থেকে ১৫ লাখ মানুষ হতে পারে। যে কারনে মোবাইল ফোনের নেটওয়ার্ক নিয়ে ভোগান্তি হবে। এ ভোগান্তি কমাতে মোবাইল কোম্পানি বাংলালিংক মাহফিল এলাকায় অস্থায়ী ভাবে একটি টাওয়ার তৈরি করেছে। এতে বাংলালিংক মোবাইল ব্যবহারকারীরা স্বাভাবিক নেটওয়ার্ক পাবেন।
গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আজ শুক্রবার রাতেও তিনি মুক্তদিনকে এ তথ্যটি পুনরায় নিশ্চিত করেন।
আজ শুক্রবার রাত সাড়ে সাতটায় বাংলালিংক মোবাইল কোম্পানির ময়মনসিংহে কর্মরত প্রকৌশলী মেহেদী হাসান রাইয়াদ বলেন, আমরা ইতিমধ্যে অস্থায়ী এ টাওয়ারের কাজ শেষ করেছি। আজ রাতেই এটি চালু হবে। এ টাওয়ারটির কারনে মাহফিলস্থলে ২০ লাখ বাংলালিংক মোবাইল বাবহারকারী একসঙ্গে হলেও সবাই স্বাভাবিক নেটওয়ার্ক পাবেন।