
পদত্যাগ পত্র দিয়ে আলোচনায় আসা এ নেতার নাম রাকিবুল হাসান রনি।তিনি ত্রিশাল পৌর ছাত্রলীগের সভাপতি ছিলেন। আজ শনিবার এ পদত্যাগ পাঠান। ত্রিশাল পৌর ছাত্রলীগের প্যাডে তিনি এ পদত্যাগ পত্র লেখেন।
পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, ব্যক্তিগত কারনে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি সংগঠনের (ছাত্রলীগের) কোন কাজে আর কখনো জড়াবেন না। তার পদত্যাগ পত্র গ্রহনের অনুরোধ জানান।
গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এ অবস্থায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা আত্নগোপনে রয়েছেন। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের সঙ্গে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনে ফোন করে তাকে পাওয়া যায়নি।