
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পাইমাস্কা গ্রামের দৃষ্টি প্রতিবন্দী বাউল শিল্পি প্রদীপ পালের বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে হাজির হন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। হঠাৎ করেই ইউএনও বিয়েতে হাজির হওয়ায় বাউল প্রদীপ পালসহ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে চমকে ওঠেন।
মেয়ের বিয়ের অনুষ্ঠানে ইউএনওর উপস্থিতিতে অভিভুত হয়ে প্রদীপ পাল বলেন, বিশ্বাস-ই হচ্ছে না ! আমার মেয়ের বিয়েতে ইউএনও স্যার আসবেন! এই ঘটনা আজীবন মনে থাকবে।’
গত
বৃহস্পতিবার রাতে কেন্দুয়া উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে প্রদীপের বাড়িতে ছুটে গিয়ে তিনি নব দম্পতিকে শুভেচ্ছা জানান ইউএনও।
এছাড়াও প্রদীপ পালের হাতে মেয়ের বিয়ের উপহার হিসাবে অর্থ
তুলে দেন তিনি।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা রাখাল বিশ্বাসসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জানা যায়, দ্ররিদ্র বাউল শিল্পি প্রদীপ পাল ছোট বেলা থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। প্রায় ১৫ বছর আগে তাঁর বাবা তপন পাল মারা যান। বর্তমানে মা, স্ত্রী ও দুই মেয়ে নিয়েই তার সংসার। থাকেন উপজেলা প্রশাসনের ব্যবস্থা করে দেওয়া ওই গ্রামের সরকারি একটি ঘরে। ধার-দেনা ও হাটবাজারে গান করে কোনো রকমে তাঁর
সংসার চলে।
গত বৃহস্পতিবার রাতে বাড়িতে চলছিল প্রদীপের বড় মেয়ের বিয়ের আয়োজন। বর নয়ন পাল পাশের কিশোরগঞ্জের তাড়াইল উপজলার বাসিন্দা। বিয়ে চলার সময় রাত ৯টার দিকে হুট করেই এই বিয়ের আসরে হাজির হন ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিয়েতে উপস্থিত হয়ে ইউএনও ইমদাদুল হক তালুকদার নব দম্পতিসহ উভয় পক্ষের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। বিয়ের এ অনুষ্ঠানে ওই সময় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পূজা উদযান পরিষদের উপদেষ্টা রাখাল বিশ্বাস।
ইউএনও ইমদাদুল হক তালুকদার জানান,“দৃষ্টি প্রতিবন্ধী অসহায় শিল্পি প্রদীপ পালের মেয়ের বিয়ের খোঁজ-খবর নিতেই তিনি সেখানে উপস্থিত হন। উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত।