গতকালের ছবিপ্রকাশ:
রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৫ || ০৪:২২
দেখা হয়েছে 349
মুক্তদিন প্রতিবেদনঃ
হোম /
খবর
গতকালের ছবি
ময়মনসিংহে আজহারীর মাহফিল
সর্তকতার পরও মোবাইল চুরির সংখ্যা ২০০ ছাড়িয়েছে
প্রকাশ:
রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৫ || ০৪:২২
349
মুক্তদিন প্রতিবেদনঃ
গতকালের ছবিলাখ লাখ মানুষের সমাবেশে সাধারণত মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে থাকে। এ বিষয়টি মাথায় রেখে আগে থেকেই সর্তক করা হয়েছিল। কিন্তু এরপরও শেষ রক্ষা হয়নি।
গতকাল শনিবার ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিল আসা শত শত মানুষ নিজের মোবাইল ফোন খুইয়েছেন। এ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক বক্তা ড.মিজানুর রহমান আজহারী। বিকালে মাহফিল শেষ হওয়ার পর সন্ধ্যা থেকে ময়মনসিংহ কতোয়ালি মডেল থানায় মাহফিলস্থলে মোবাইল ফোন চুরির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) হতে থাকে। আজ রোববার দুপুর পর্যন্ত চলে এ রকম অভিযোগের জিডি। আজ দুপুর পর্যন্ত থানার জিডির সংখ্যা ২০০ তে দাড়িয়েছে বলে জানা যায়।
এ মাহফিলের আগে গত বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আয়োজক কমিটি। সে সংবাদ সম্মেলন মহিলাদের স্বর্ণালংকারসহ সকল মানুষকে দামি মোবাইল ফোন না আনতে অথবা সর্তক থাকতে অনুরোধ করা হয়।
আজ রোববার দুপুর একটায় ময়মনসিংহ কতোয়ালি মডেল থানার ওসি মো.সফিকুল ইসলাম খান বলেন, এখনও এ ধরণের জিডি অব্যাহত আছে। এ পর্যন্ত মোবাইল ফোন চুরির অভিযোগে দুইশর কাছাকাছি মানুষ জিডি করেছেন। আমরা এসব জিডির সূত্র ধরে চুরি হওয়া মোবাইল ফোনগুলো উদ্ধারের উদ্যোগ নিব। ওসি আরও বলেন, এ ধরনের বড় সমাবেশে সংঘবদ্ধ চক্র মোবাইল চুরি করে থাকে। পুলিশের পক্ষ থেকে আগেই এ বিষয়ে সর্তক করা হয়।।









