সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ||

মুক্তদিন
হোম / খবর

ঈশ্বরগঞ্জে ব্যবসায়ী সমিতির নির্বাচন

সভাপতি পদপ্রার্থী হারুন-অর-রশীদ হারুনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশ:

রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৫ || ০৪:৩৭

177

মো. আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ

সভাপতি পদপ্রার্থী হারুন-অর-রশীদ হারুনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ছবি :মুক্তদিন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ‘পৌর বাজার ব্যবসায়ী সমিতি'র আসন্ন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন সভাপতি পদপ্রার্থী এ,কে,এম হারুন-অর-রশীদ হারুন।
আজ রোববার বেলা  ৩টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে তিনি ইশতেহার ঘোষণা করেন। আগামী ২৫ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে
তিনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঘোষিত ইশতেহারে তিনি জরুরি ভিত্তিতে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে পাহারাদারের মাধ্যমে সকল ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাহারাদারদের মাসিক বেতন দেওয়ার ক্ষেত্রে পৌরসভার সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা। বাজারের প্রধান প্রধান সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। পৌর বাজারকে সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত করা। হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে জনস্বাস্থ্যমূলক খাদ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সচেতন করা। পৌর বাজারে টয়লেট, বাথরুম ও সুপেয় পানির ব্যবস্থা করা। সকল ব্যবসায়ীদের সামাজিক এবং ব্যবসায়িক নিরাপত্তা গ্রহণ। ব্যবসায়ীদের স্বার্থে (দিবা-রাত্রি) ওয়ানস্টপ সার্ভিস চালু করা, যেখানে মোবাইল নম্বর সংযুক্ত থাকবে। প্রতি রমজান মাসে সকল পণ্যের মূল্য ভোক্তাদের নাগালের রেখে বাজারে পণ্য ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ীদের সহযোগিতা করা।
প্রতি রমজান মাসে বাজার সমিতির উদ্যোগে সকল জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ। ব্যবসায়ীদের প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক, বীমা, এনজিও'র সহিত সহযোগিতা প্রদান করার ঘোষণা দেন। 

এ,কে, এম হারুন-অর-রশীদ হারুন আরও জানান, সমিতির কাজ করার প্রত্যয় নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি পৌর বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করে সভাপতি পদে পদপ্রার্থী হয়েছি। সংগঠন ও ব্যবসায়ী ভাইদের সহকারী হিসেবে সমিতির উন্নয়ন ও সমৃদ্ধির কথা মাথায় রেখে নিরলসভাবে কাজ করে যাবো
-----Ad1----